প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ । ৪:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

‘সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’

‘সংবিধান থেকে একাত্তর মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চলছে’
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল প্রচারণা চালাচ্ছে যে জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১-কে মুছে ফেলা হবে, বিসমিল্লাহ থাকবে না—এসব কথা ঠিক নয়। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রায় ১২০০ ইমামকে গণভোট উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই জাতীয় সনদে ১৯৭১-কে মুছে দেওয়ার ব্যাপারে কোনো কথা নেই এবং বিসমিল্লাহ বাদ দেয়ার ব্যাপারেও এখানে কোনো আলোচনা হয়নি। কেউ যদি এসব কথা বলে থাকেন, তাহলে হয় না বুঝে বলেছেন, অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করছেন। কেউ যদি জুলাই সনদের বিরুদ্ধেও কোনো আলোচনা করতে চায়, তাহলে তাদের কথাও শুনতে হবে। কিন্তু তা হতে হবে যৌক্তিকভাবে ও শান্তিপূর্ণভাবে। জুলাই সনদ তৈরি হয়েছে রক্ত দিয়ে। এটা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মানুষকে বোঝাই, যেন এই সুযোগ আমরা হেলায় না হারাই।’

গণভোট উদ্বুদ্ধকরণ সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তব্যও রাখেন।

এসময় গণভোটকে যারা ইচ্ছাকৃত জটিল করতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, ‘বিশ্বের অন্যান্য সকল দেশের মতোই বাংলাদেশে গণভোট হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে অন্যায্য থাকবে না। জুলাই সনদ ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য দলিল।আপনারা সম্মতি দিলে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারাই এই দলিল বাস্তবায়ন করবেন।’

বক্তারা আরও জানান, গত ১৬ বছরে একজনের হাতেই সকল ক্ষমতা পুঞ্জীভূত ছিল৷ রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার হয়েছে। খুনের আসামী মাফ পেয়েছেন। আগামীতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, দুদক, নির্বাচন কমিশন ও বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গত ১৬ বছরে সংবিধান সংশোধন ছেলে খেলায় পরিণত হয়েছিল।

সংবিধান সংশোধনকে আরও শক্তিশালী করা, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন। এসব বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি আহ্বান জানান তারা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন