সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায় সরকারের, এর ব্যত্যয় ঘটলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত অসহায় মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের যদি কোনরকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি। সেইজন্য আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।’
এসময় তিনি বলেন, ‘আগামীর নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে। যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক। সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে। সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা। তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে। আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা সমান হওয়া দরকার। তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক। তারা তো এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে পারে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি শুধু কথা বলার জন্য এই কথা বলা।’
তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দৃশ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দৃশ্যমান হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

অনলাইন ডেস্ক