প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ২:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

উত্তরায় বহুতল ভবনে আগুন; মৃতের সংখ্যা বেড়ে ৬

উত্তরায় বহুতল ভবনে আগুন; মৃতের সংখ্যা বেড়ে ৬
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জীবিত ১০ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

নিহতরা হলেন-ফজলে রাব্বি রিজভী (৩৮) আফরোজা আক্তার, মো. রিশান (আড়াই বছর) রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং মো. রাহাব (১৭)।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নম্বর রোডের ৭ তলা একটি ভবনের ২য় তলায় বাসায় আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নি নির্বাপণে উত্তরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ করে। পরে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টা নাগাদ পুরোপুরি আগুন নির্বাপণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন