প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৩:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

একটি মহল ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে: হাবিবুন নবী

একটি মহল ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে: হাবিবুন নবী
অনলাইন ডেস্ক

একটি মহল তাদের ‘বিষদাঁত’ লুকিয়ে রেখে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি জানান, ক্ষমতায় গেলে সেই মহল তাদের আসল রূপ দেখাবে।

হাবিবুন নবী বলেন, ‘ব্যালটের শক্তির মাধ্যমেই জনগণ এ অপতৎপরতা রুখে দেবে। দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র, স্বৈরতান্ত্রিক আচরণ দেখতে চায় না।’

তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু দেশের সচেতন জনগণ এবার আর বিভ্রান্ত হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে আর কাদের প্রত্যাখ্যান করা হবে।’

বিএনপির এ নেতা দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন