প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ১১:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সিলেটকে ৫ রানে হারাল রাজশাহী

সিলেটকে ৫ রানে হারাল রাজশাহী
অনলাইন ডেস্ক

ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে ৫ রানে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে ১৪৭ রানের পুঁজি দাঁড় করায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। পরে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি সিলেট।

৯ ম্যাচে রাজশাহীর এটি সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি সেরা দুইয়ে থেকে প্লে-অফ খেলাও নিশ্চিত করেছে রাজশাহী। অর্থাৎ ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ থাকবে তাদের। অন্য দিকে ১০ ম্যাচ শেষে সিলেটের সংগ্রহ ১০ পয়েন্ট।

রান তাড়ায় সিলেটের পক্ষে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। তবে ৩০ বলে ৪১ রানের বেশি করতে পারেননি বাঁহাতি ওপেনার। পরে ৩১ রান করতে ৩৬ বল খেলেন প্রথম ম্যাচ খেলতে নামা মুমিনুল হক। শেষ দিকে ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলেন মইন আলি। তবে সেটি শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি।

রাজশাহীর পক্ষে চমৎকার বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া মাত্র ২০ রান খরচ করে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীর পক্ষে কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। ৪ চার ও ১ ছক্কায় ৩০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ২১ বলে ৩৪ রান। আর কেউ ২০ রানও করতে পারেননি।

সিলেটের পক্ষে ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৪৭/৮ (ফারহান ১৪, তামিম ৯, শান্ত ৩৪, মুশফিক ৪০, নিশাম ১২, বার্ল ৯, আকবর ২, সাকলাইন ১৬*, রিপন ৭, রুবেল ০*; মইন ৪-০-১৬-১, সালমান ৩-০-১৫-০, শহিদুল ৪-০-৩৭-২, রুয়েল ২-০-২০-১, নাসুম ৪-০-৩০-২, মিরাজ ৩-০-২৮-১)

সিলেট টাইটান্স: ২০ ওভারে ১৪২/৯ (তুষার ৪, ইমন ৪১, মিরাজ ১, মুমিনুল ৩১, আফিফ ১৬, মইন ২৭, ব্রুকস ১, শহিদুল ১১*, নাসুম ২, রুয়েল ১; রুবেল ৪-০-২৬-১, বিনুরা ৪-০-২০-২, রিপন ৪-০-৩৪-৪, সাকলাইন ৪-০-২৬-১, নিশাম ৪-০-৩৬-১)

ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৫ রানে জয়ী

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন