প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ১২:০০ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

কোন টেলিভিশন চ্যানেলে কিংবদন্তি নায়িকা শবনম’র এই প্রথম অংশগ্রহণ

রহমান মাতিন/থার্ডআই

রোববার ( ১৭ আগস্ট ) ছিল কিংবদন্তি অভিনেত্রী শবনম-এর ৮০তম জন্মদিন । আম্মাজানখ্যাত চিত্রনায়িকা শবনম জীবনের প্রথমবার অতিথি হিসেবে অংশ নিয়েছেন একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। চ্যানেল আইতে প্রচার হবে এই বিশেষ অনুষ্ঠান ‘ শবনম : রূপনগরের রাজকন্যা’।

বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী শবনম নামে পাকিস্তান ও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেন। যার প্রকৃত নাম ঝর্ণা বসাক । শবনম নামের অর্থ দাঁড়ায় ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া।

১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা এবং ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বা ঢালিউডে অভিনয় করে যাচ্ছেন। ঢাকায় জন্ম গ্রহণকারী শবনম ঐ সময়ে অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা হিসেবে তৎকালীন পাকিস্তানের পূর্ব ও পশ্চিম – উভয় অংশেই সমানভাবে জনপ্রিয় ছিলেন।

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে অভিনীত মুস্তাফিজ পরিচালিত ’হারানো দিন’ তার প্রথম চলচ্চিত্র । এর আগে এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার ছবিতে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। তারপরের বছর ১৯৬২ সালে উর্দু ছবি চান্দা তাকে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি এনে দেয়।

সর্বশেষ তাকে দেখা গেছে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান (১৯৯৯) চলচ্চিত্রে।

তবে বিস্ময়ের বিষয়, এত দীর্ঘ অভিনয় জীবনেও তিনি কখনও টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি। সেই অপেক্ষার অবসান ঘটছে তাঁর এবারের জন্মদিনে। চ্যানেল আইতে প্রচার হলো বিশেষ অনুষ্ঠান ’শবনম: রূপনগরের রাজকন্যা’।

এখানে তিনি শেয়ার করেন তাঁর স্মৃতিময় জীবনের নানা অজানা গল্প। অনুষ্ঠানটি প্রচার হয় ১৭ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে।

এখানে উল্লেখ্য, ‘আমার সংসার’, ‘জুলি’, ‘জোয়ার ভাটা’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সহধর্মিণী’ থেকে শুরু করে আম্মাজান—বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন