প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
অনলাইন ডেস্ক

আগেরদিন কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে হেরে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। সেই অঘটনের পরদিনই দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তান্দেরের মাঠে নামে বার্সেলোনা। প্রত্যাশিত জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে রাশফোর্ড, ইয়ামালদের। এই জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রেসিং সান্তান্দেরের বিপক্ষে বার্সেলোনার জয় ২-০ গোলের। কাতালানদের হয়ে একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও অধিনায়ক ফেরান তোরেস।

বলের দখল এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। রেসিংয়ের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় হান্সি ফ্লিকের দলকে।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মার্কাস রাশফোর্ড রেসিংয়ের গোলকিপার জোকিন একিয়েতাকে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে ব্যার্থ হন। ইয়ামালের বাড়ানো বলে শট নিলেও দুর্দান্ত সেভ করেন স্বাগতিক দলের গোলকিপার। ৬৩ ও ৬৪ মিনিটে বার্সেলোনার দুটি আক্রমণ রুখে দেন রেসিংয়ের ডিফেন্ডাররা।

ম্যাচের ৬৬ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন ফেরান তোরেস। বদলি হিসেবে নামা ফার্মিন লোপেজের চমৎকার পাসে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি।

৭৬ মিনিটে রেসিং বার্সেলোনার জাল কাঁপালেও অফসাইডের কারণে গোল পায়নি। ৭৮ মিনিটে বার্সেলোনার সমন্বিত আক্রমণ আবারও রুখে দেন গোলকিপার একিয়েতা। ম্যাচের ৮৫ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় স্বাগতিক দলের গোল।

যোগ করা সময়ে বার্সেলোনার গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় রেসিং। ফরোয়ার্ড মানেক্স রোজানোর নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন এরিক গার্সিয়া।

শেষ বাশি বাজার আগমুহুর্তে রাফিনিয়ার ক্রস থেকে গোল করে ব্যাবধান বাড়ান ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন