প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ । ৩:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

দেশের কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক মহাশক্তি ষড়যন্ত্র করছে: রিজভী

দেশের কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক মহাশক্তি ষড়যন্ত্র করছে: রিজভী
অনলাইন ডেস্ক

বাংলাদেশে এখনও যে কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন ।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। এ ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

এই রকম স্থিরচিত্র অনুষ্ঠান জাতিকে প্রেরণা দিবে বলে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা সবার মাঝে। গোটা জাতি ও দেশকে আগলিয়ে রেখেছিলেন তিনি। তরুণ সমাজকে এই চিত্র তুলে ধরে জানিয়ে দিতে হবে বেগম জিয়া কেমন ছিলেন।

উল্লেখ্য, আলোকচিত্র প্রদর্শনীটি আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন