প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ । ১:৫৭ এএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি -আইসিইউ থেকে কেবিনে

রহমান মাতিন/থার্ডআই

কিংবদন্তি লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। অবশেষে কিছুটা সুস্থ হয়ে ফরিদা পারভীনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার সন্তান ও অগণিত ভক্তরা ।

গত ৫ জুলাই শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে অবশেষে কিছুটা সুস্থ হয়ে ফরিদা পারভীনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে লেখেন, আম্মাকে এইমাত্র আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছেন, ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। সবাইকে আবারও অনুরোধ করছি হাসপাতালে ভিড় না করতে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, ফরিদা পারভীনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, রক্তে সংক্রমণ ছিল এবং কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় তাকে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছিল। এক পর্যায়ে তার চেতনা কাজ করছিল না। অবস্থার জটিলতা বিবেচনায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়ায় দোয়ার আহ্বান জানিয়ে আসছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : আয়শা রহমান, নির্বাহী সম্পাদক : অনজন রহমান, নারিন্দা, ওয়ারি, ঢাকা-১২০৩, ফোন : ০১৭১১৬৬২১৮৪, ০১৫১৫৬১২৫৫৯, কপিরাইট © থার্ড আই ভিশন সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন