ব্যাট হাতে ব্যর্থ রংপুর রাইডার্স পারেনি বড় সংগ্রহ দাঁড় করাতে। ধুঁকে ধুঁকে শতরান পার হয়েছে দলীয় সংগ্রহ। রংপুরের এই রান চ্যালেঞ্জ জানাতে পারেন সিলেট টাইটান্সকে। অনায়াসেই ম্যাচ বের করে নিয়েছে সিলেট। আজ সোমবার (১২ জানুয়ারি) রংপুরের বিপক্ষে সিলেটের জয় ৬ উইকেটের।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে রংপুর অলআউট হয় ১১৪ রানে। জবাবে ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১১৯ রান করে সিলেট।
রান তাড়ায় সিলেটের পক্ষে সবচেয়ে বেশি আলো ছড়ান পারভেজ হোসেন ইমন। ৪১ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ইমন। আরেক ওপেনার তৌফিক খানও হাত খুলে খেলেন। ২২ বলে একটি চার ও চারটি ছক্কায় ৩৩ রান করেন তৌফিক। ওয়ানডাউনে নামা আরিফুল ইসলাম ২৬ বলে ২১ এবং আসিফ হোসেন ১৫ বলে ১২ রান করেন।
রংপুরের পক্ষে ৩ ওভারে ১৮ রানে নাহিদ রানা পান ২ উইকেট। একটি করে উইকেট নন নাঈম হাসান ও সুফিয়ান মুকিম।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দ্রুতই ফিরে যান দুই ওপেনার তাওহিদ হৃদয় আর কাইল মায়ার্স। তিন নম্বরে নামা লিটন দাস দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ২২ রান করে শহিদুল ইসলামের বলে ফেরেন তিনি।
এরপর রংপুরের দুই পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদ আর খুশদিল শাহ দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা আশার আলো দেখান। কিন্তু তারাও ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ১৭ রানে ফেরেন ইফতেখার আর ২৪ বলে ৩০ রানে খুশদিল।
অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ১১ বলে ৯ রান করে রংপুরকে আরও বিপদে ফেলে ফেরেন। এরপর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ছিলেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারের প্রথম বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে ফেরেন তিনি। এর আগে ২৩ বলে করেন ২৯ রান।
সিলেটের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নাসুম আহমেদ আর শহিদুল ইসলাম। ২টি উইকেট শিকার করেন মঈন আলী। একটি উইকেট যায় সালমান ইরশাদের ঝুলিতে।
এই জয়ে ৯ ম্যাচ শেষে সিলেটের পয়েন্ট ১০, তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর আছে চার নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৯.১ ওভারে ১১৪/১০ (হৃদয় ৪, মায়ার্স ০, লিটন ২২, ইফতেখার ১৭, খুশদিল ৩০, সোহান ৯, নাঈম ২, সুফিয়ান ০, মুস্তাফিজ ০, মাহমুদউল্লাহ ২৯, নাহিদ ০*; মঈন ৪-১-৮-২, নাসুম ৪-০১৯-৩, শহিদুল ৪-০-৩৬-৩, রুয়েল ২-০-১২-০, মিরাজ ২-০-১৫-০, সালমান ৩.১-০-২৪-১)
সিলেট টাইটান্স : ১৭.৩ ওভারে ১১৯/৪ (তৌফিক ৩৩, ইমন ৫২*, আরিফুল ২১, আফিফ ১২, ইথান ০, মঈন ০*; নাঈম ৪-০-২৩-১, মুস্তাফিজ ৩-০-২৮-০, খুশদিল ১-০-১১-০, সুফিয়ান ৪-০-১১-১, নাহিদ ৩-০-১৮-২, ইফতিখার ২.৩-০-২৮-০)
ফলাফল : সিলেট ৬ উইকেটে জয়ী।

অনলাইন ডেস্ক